IQNA

ভিডিও | যুবক বয়সে ইহরামরত অবস্থায় খালিল হুসারীর কুরআন তিলাওয়াত

19:25 - July 20, 2020
সংবাদ: 2611174
তেহরান (ইকনা): শেখ মাহমুদ খলিল আল-হুসারী ১৯১৭ সালের ১৭ই সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। মিশরের এই ক্বারি কুরআন তিলাওয়াত করে বিশ্বে অনেক খ্যাতি অর্জন করেছেন।

মিশরের প্রসিদ্ধ ক্বারিগণের মধ্যে খালিল আল-হুসারী (জন্ম: ১৯১৭ সালের ১৭ই সেপ্টেম্বর এবং মৃত্যু: ১৯৮০ সালের ২৪শে নভেম্বর) অন্যতম।

কুরআন তিলাওয়াত করে বিশ্বে প্রভাব বিস্তার করার জন্য আব্দুল বাসেত, মানশাবি এবং মোস্তাফা ইসমাইলের সাথে তার নামও উল্লেখ করতে হয়।

সম্পূর্ণ কুরআন তারতিল তিলাওয়াত করে ক্যাসেট টেপে রেকর্ডকারী প্রথম ক্বারি ছিলেন তিনি।

মাহমুদ খলিল আল-হুসারী মিশরের পশ্চিম প্রদেশের টান্তা শহরের শাবরা আল-নামলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৮ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেন এবং ১২ বছর বয়সে টান্তা শহরের হাউজায়ে এলমিয়ায় ভর্তি হন এবং এর কয়েক বছর পর তিনি কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

১৯৪৪ সালে খালিল আল-হুসারী মিশরের রেডিওতে পরীক্ষা দিয়ে প্রথম স্থানের অধিকারী হয়ে সেরা ক্বারি হিসেবে নির্বাচিত হন। তিনি ৬৩ বছর বয়সে ১৯৮০ সালের ২৪শে নভেম্বর ইন্তেকাল করেন।


যুবক বয়সে হজ মৌসুমে ইহরামরত অবস্থায় খালিল হুসারীর সূরা হাজ্জ ৩৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন:

«الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَىٰ مَا أَصَابَهُمْ وَالْمُقِيمِي الصَّلَاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ»

ঐ সকল লোক যাদের নিকট আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় শিহরিত হয় এবং তারা তাদের ওপর আপতিত বিপদে-আপদে ধৈর্যধারণকারী এবং নামায প্রতিষ্ঠাকারী এবং আমরা তাদের জীবিকাস্বরূপ যা দিয়েছি তা হতে ব্যয় করে।

খালিল হুসারীর সুললিত কণ্ঠের এই ভিডিওটি বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna

 

captcha